শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল-শিবিরের উসকানি

- ১-Aug-২০১৮ ০৬:০০ অপরাহ্ন
সারাদেশে চলমান শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্রদল ও শিবির উসকানি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশকে লক্ষ্য করে অশ্লীল স্লোগান প্রদর্শনের মতো ঘটনায় সরকার বিরোধী ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতারা সরাসরি মাঠে নেমে কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রদলের বহিস্কৃত মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সরদার আমিরুল হক বৃহস্পতিবার বৃষ্টির মাঝেও সাধারণ শিক্ষার্থীদের সাথে মিছিল করতে দেখা গেছে। মিরপুর এলাকায় তিনি সাধারণ ছাত্র-ছাত্রীদের উসকানি দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এর আগে বুধবার ছাত্র শিবিরের নেতা রাতুল সরকার এই আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপকভাবে এ আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা করেছেন। এমনকি কোটা সংস্কার আন্দোলনকে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে জুড়ে দেয়ার অপচেষ্টাও চালিয়েছেন। উল্লেখ্য, রাতুল সরকার কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্ববায়কদের একজন এবং সক্রিয় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নটরডেম কলেজের ছাত্রদের একত্রে বেরিয়ে আসার ছবি দিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য নটরডেম কলেজ ছাত্রদল মিছিল করছে বলেও প্রচার করা হয়েছে। কিন্তু নটরটেম কলেজ পুরোপুরি রাজনীতিমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়াও বৃহস্পতিবার সারাদিন রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, মোহাম্মদপুর, ফার্মগেট এলাকায় ছাত্র শিবিরের নেতাকর্মীদের এ আন্দোলনে দেখা গেছে। ধানমন্ডিতে একজনকে উসকানি দেয়ার অভিযোগ গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।