নোয়াখালীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • ১১-Dec-২০১৯ ০৫:৫০ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

নোয়াখালীতে সদর উপজেলায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ওয়াপদা পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার আইয়ুবপুর গ্রামের আবুল কালামের ছেলে রিপন ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাবেদ হোসেন। আহত নাঈম নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রেয়াজ উদ্দিন জানান, পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুর যাচ্ছিলো। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা গুরুত্বর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে।

নোয়াখালী সদর হাসপাতালের আরএমও ডা.সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আরও এক সিএনজি যাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

Ads
Ads