কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল, সম্পাদক রোশন

  • ১১-Dec-২০১৯ ১১:৪৮ অপরাহ্ন
Ads

সিনিয়র প্রতিবেদক

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো: রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রোশন আলী মাষ্টারের নাম ঘোষণা করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। 

এর আগে গত সোমবার জেলার চান্দিনা উপজেলা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কুমিল্লা (উত্তর) আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কিন্তু ওই দিন কমিটির নাম ঘোষণা করা হয়নি।  

এদিকে, দলের সভানেত্রী  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের সাথে দেখা করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। 
এছাড়াও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, ইউসুফ আবদুল্লাহ হারুন, রাজী মোহাম্মদ ফখরুল ও সেলিমা আহমাদ মেরী।

Ads
Ads