দাম কমলো স্যামসাং গ্যালাক্সি এস৮ প্লাস এর

  • ১২-Dec-২০১৯ ০৬:০৮ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বাংলাদেশের বাজারে স্যামসাং এর জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার সুযোগ নেই। দীর্ঘদিনের কোয়ালিটি প্রোডাক্ট, মানসম্মত সার্ভিস ও দারুন ডিজাইনের সব ফোনের কারনেই এই জনপ্রিয়তা। স্যামসাং যেসব স্মার্টফোন এনেছে তার মধ্যে Samsung Galaxy S8+ অনেক জনপ্রিয় হয়েছে। বাজেটের মধ্যে আধুনিক এই মোবাইলটি এখন অনেকের কাছেই দেখা যায়। চলুন দেখে আসি এই মডেলের কিছু অনন্য বৈশিষ্ট্য।

মডেলঃ Samsung Galaxy S8 plus

ডিসপ্লে সাইজঃ 6.2 ইঞ্চি  সুপার অ্যামোলেড কেপাসিটিভ টাচস্ক্রীন

প্রটেকশনঃ কর্নিয়া গরিলা গ্লাস ৩

সিমঃ সিঙ্গেল সিম

নেটওয়ার্কঃ  3G/4G/HSPA/LTE

রেমঃ  ৪ জিবি

মেমোরিঃ ৬৪জিবি

ব্যাক ক্যামেরাঃ 12 MP ক্যামেরা

ফ্রন্ট ক্যামেরাঃ 8 MP ক্যামেরা

ভিডিওঃ 1440 x 2960 pixels

ওএসঃ Android OSv7.0 Nougat

সিপিইউঃ Octa-Core 4 x 2.3 GHz Mongoose M2 & 4x1.7 GHz Cortex-A53-EMEA

ব্যাটারি কেপাসিটিঃ ৩৫০০ mAh

বর্তমানে বাংলাদেশের বাজারেও অনেক প্রচলিত স্যামসাং এর এই মডেলটি। এই স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য ২৩,০০০ টাকা।

তথ্যসূত্রেঃ বিডিস্টল

Ads
Ads