খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

- ১২-Dec-২০১৯ ০৭:২৯ পূর্বাহ্ণ
আদালত প্রতিবেদক
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সোয়া একাটার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। বেলা ১১টা ৫ মিনিটে শুনানি মুলতবি করা হয়। বেলা সাড়ে ১১টার পর ফের শুনানি শুরু হয়।