'শূন্য' দিয়ে আফ্রিদির বিপিএল শুরু

- ১২-Dec-২০১৯ ০৯:৩১ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
বিপিএলের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ঢাকা প্লাটুন। ফ্লপ মেরেছেন তামিম ইকবাল। এমনকী পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদি তিনিও শূন্য করেছেন নিজেদের প্রথম ম্যাচে। আউট হয়েছেন প্রথম বলে। শেষ দিকে অধিনায়ক মাশরাফির ব্যাটিং প্রতিভার কিছুটা ছাপ দেখা গেছে। যে কারণে শেষ পর্যন্ত ২০ ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়িয়েছে ৯ উইকেটে ১৩৪ রান।
দিনের প্রথম খেলায় টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজশাহী রয়্যালস। দলীয় ১৫ রানে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে (৫) আফিফ হোসেনের তালুবন্দি করেন আবু জায়েদ রাহী। লরি ইভান্স ফিরেন ১৩ রানে। তবে অপর ওপেনার এনামুল হক বিজয় খেলেন ৩৩ বলে ৩৮ রানের ঝলমলে এক ইনিংস। শেষ পর্যন্ত অভিজ্ঞ অলক কাপালির বলে মিনহাজুল আফ্রিদির তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি।
রবি বোপারা এবং লিটন দাসের ক্ষিপ্রতায় জাকের আলী (২১) রান-আউট হতেই ধস নামে ঢাকার ব্যাটিং লাইনআপে। মারকুটে ব্যাটসম্যান থিসারা পেরেরা ১, আরিফুল হক ৫ এবং 'ডাকমাস্টার' খ্যাত পাকিস্তানের শহিদ আফ্রিদি 'ডাক' মেরে ফিরেন। মেহেদি হাসান ৬ রানে রান-আউট হওয়ার আগে ১৪টি বল নষ্ট করেন। ওয়াহাব রিয়াজ ১৮ রানে আবু জায়েদের শিকার হন। শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ১০ বলে ২ ছক্কায় অপরাজিত ১৮* রান করলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান তুলতে সক্ষম হয় ঢাকা।