যুক্তরাজ্যের নির্বাচনে টিউলিপ-রুপার হ্যাটট্রিক জয়

- ১৩-Dec-২০১৯ ০৫:০৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
দুই বছরের মাথায় ফের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে। ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ। তবে বিরোধী দল লেবার পার্টির হয়ে বাজিমাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। ব্রিটিশ পার্লামেন্টে হ্যাট্রিক জয় পেয়েছেন তারা।
২০১৫ সালে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তারা। এরপর ২০১৭ সালে এবং সর্বশেষ গতকাল অনুষ্ঠিত হওয়া নির্বাচনেও জয় পেয়েছেন টিউলিপ-রূপা।
লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। এছাড়া উত্তর-পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন জয়লাভ করেছেন টিউলিপ।