ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

- ১৪-Dec-২০১৯ ১২:৩১ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
বঙ্গবন্ধু বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল ঢাকা প্লাটুনের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল সিলেট থান্ডার। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে ঢাকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ঢাকা ও সিলেট দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচ খেলে ঢাকা একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। আর সিলেট দুই ম্যাচ খেলে দুইটিতেই হেরেছে।
ঢাকা প্লাটুন: এনামুল (উইকেটরক্ষক), তামিম, জাকের, ইভান্স, হাসান মাহমুদ, আরিফুল, মেহেদী, শাদব, থিসারা, ওয়াহাব, মাশরাফি (অধিনায়ক)।
সিলেট থান্ডার: চার্লস, মিথুন (উইকেটরক্ষক), রনি তালুকদার, ফ্লেচার, নাজমুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত, মোসাদ্দেক (অধিনায়ক), দেলোয়ার, সানতোকি, শফিকুল্লাহ।