বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার নিয়োগ

- ১৮-Dec-২০১৯ ০৪:৪৬ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
জেরেমি ব্রুয়ারকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। আগামী জানুয়ারি থেকে এ দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেরোমি ব্রয়ার সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত ও ভানুয়াতুতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রুয়ার। বর্তমানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার মেরিটাইম শাখার সহকারী সচিব।
ব্রুয়ার রিয়াদে ডেপুটি হেড অব মিশন এবং পোর্ট মোসবিতে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারী বিষয়ক মন্ত্রী সিনেটর মরিস পেইন বাংলাদেশের হাইকমিশনার হিসেবে জেরোমি ব্রুয়ারের নাম ঘোষণা করেন। একইসঙ্গে বাংলাদেশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জুলিয়া নিবলেটকে ধন্যবাদ জানান।