স্থগিত করা হয়েছে রাজাকারের তালিকা

- ১৮-Dec-২০১৯ ১২:১৬ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
স্বাধীনতাবিরোধী ঘাতক-দালালদের তালিকা প্রত্যাহার করে নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ সন্ধ্যায় মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে নেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পিআরও সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, আজ বুধবার(১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে মন্ত্রণালয় থেকে জানানো হবে।
তালিকা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দেন। তিনি তালিকাটি যাচাই বাছাই করতে বলেন। পরে মন্ত্রণালয় তালিকাটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
১৫ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে রাজাকারের ১০ হাজার ৭৮৯ জনের নাম প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ তালিকায় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর, মুক্তিযুদ্ধের সংগঠকসহ অনেকের নাম আসে যারা স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখেন।