রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার

  • ১৯-Dec-২০১৯ ০৬:১৮ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যারা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। বৃহস্পতিবার ভোরে শাহআলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার জঙ্গিদের নাম জানানো হয়নি।

র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Ads
Ads