ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ জন নিহত

- ১৯-Dec-২০১৯ ০৭:১৬ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শশার বাজার এলাকায় ট্রাকের চাপায় সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজিকে হালুয়াঘাটগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুই যাত্রী মারা যায়। নিহতরা সবাই মধ্য বয়স্ক পুরুষ। লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেতে পরে।