গণপূর্তের ৪ নির্বাহী প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ

- ১৯-Dec-২০১৯ ০৮:৩৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ক্যাসিনো ব্যবসা ও জি কে শামীমসহ অন্যান্য ঠিকাদারী কাজে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে গণপূর্ত অধিদপ্তরের চার নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে।
তারা হলেন- গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শওকত উল্লাহ, মো. ফজলুল হক, আব্দুল কাদের চৌধুরী ও মো. আফসার উদ্দিন।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার একই অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।