শীতের আমেজে উষ্ণতা ছড়াচ্ছে সোহরাওয়ার্দী প্রাঙ্গণ

- ২০-Dec-২০১৯ ০৭:২০ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কয়েক ঘণ্টা পরই শুরু হবে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। এদিকে হঠাৎ জেঁকে বসা শীত উপেক্ষা করে সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। উদ্যানের চারপাশে সমবেত হচ্ছেন তারা। বাহারি সাজে সেজে অনুষ্ঠানস্থলে প্রবেশে প্রস্তুতি নিচ্ছেন। জনসমাগমে শীতের আমেজে যেন উষ্ণতা ছড়াচ্ছে সোহরাওয়ার্দী প্রাঙ্গণ!
সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান এলাকার মোড়গুলোতে অবস্থান নিয়েছে আগত নেতাকর্মীরা। শাহবাগ চত্বর, টিএসসি, মৎসভবন, দোয়েল চত্বরে সমবেত হচ্ছেন তারা। অনুষ্ঠানস্থলে ঢুকতে অনেকে আবার বিভিন্নভাবে সাজিয়ে নিচ্ছেন নিজেকে।
আগত নেতাকর্মীদের মাথায় লাল-সবুজের রঙের ক্যাপ রয়েছে। কারো মাথায় ‘আওয়ামী লীগ’ লেখা কাপড়। হাতে রয়েছে প্লাকার্ড, ব্যানার। কেউবা আবার হাতে-মুখে আওয়ামী লীগ লিখছে, আঁকাচ্ছে নৌকা প্রতীকের ছবি।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।