ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পৌঁছেছেন শেখ হাসিনা

  • ২১-Dec-২০১৯ ০৬:১৪ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল দশটা থেকে এ অধিবেশন কাউন্সিলরদের নিয়ে শুরু হয়। অধিবেশনে ১০টা ৩০মি‌নি‌টে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামীর নেতৃত্ব ঘোষণা করবেন। 

কাউন্সিলকে ঘিরে শাহবাগ থেকে মৎস ভবন পর্যন্ত অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ‘জয় বাংলা’ স্লোগানে মুখর করে তুলেছেন আশপাশের এলাকা। কাউন্সিল অধিবেশন কে ঘিরে একপ্রকার উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। কে আসছেন আগামী’র নেতৃত্বে?

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে জন্ম আওয়ামী লীগের। এখন ঐতিহ্যবাহী এ দলটির বয়স ৬৭ বছর। এ পর্যন্ত দলটির ২০টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Ads
Ads