দুই ক্যারিবিয়ানের ঝড়ে সিলেটের সংগ্রহ ২৩২

  • ২১-Dec-২০১৯ ০৯:১৯ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম ম্যাচ ডে-তে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও সিলেট থান্ডার। প্রথমে ব্যাট করতে নেমে দুই ক্যারিবিয়ান আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লসের টর্নেডো ইনিংসে দিশেহারা হয়েছে খুলনার বোলাররা। আসরের একমাত্র অপরাজিত দলের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে সিলেট।

টস জিতে সিলেটকে ব্যাট করতে পাঠান খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। আসরে নিজেদের প্রথম জয়ের খোঁজে নামে সিলেট। বরাবরের মতোই শুরুটা ভালো হয়নি সিলেটের। প্রথম ওভারেই তারা হারায় আব্দুল মজিদকে। 

তবে এরপর শুরু হয় ফ্লেচার-জনসন ঝড়। ক্যারিবিয়ান সাগরপাড়ের দুই ব্যাটসম্যান ক্যালিপসো সুর তোলেন সাগরিকায়। একের পর এক বল সীমানাছাড়া করতে থাকেন তারা। মাত্র ৭০ বলে ১৫০ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা। ফ্রাইলিংক এ জুটি ভাঙ্গার আগে ৩৮ বলে ৯০ রান করেন জনসন চার্লস। 

তবে ফ্লেচার থেমে থাকেননি। মাত্র ৫৩ বলে তুলে নেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। মাঝে মিথুন ৩, মোসাদ্দেক ও নাজমুল হোসেন মিলন ১১ রানে আউট হন। 

Ads
Ads