ফ্লেচার-চার্লসের দাপুটে ব্যাটিং,বড় সংগ্রহ সিলেটর

  • ২১-Dec-২০১৯ ০৯:১৯ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করছে সিলেট থান্ডার। আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লসের ঝড়ো ব্যাটিং বড় সংগ্রহ দলটি।

আজ শনিবার(২১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মাজিদের উইকেট হারায় সিলেট থান্ডার্স। পরবর্তীতে ব্যাটিং তাণ্ডব শুরু করেন চার্লস ও ফ্লেচার। দুজনেই তুলে নেন ঝড়ো অর্ধশতক। অবশ্য অল্পের জন্য শতক পূরণ করতে পারলেন না চার্লস। ৯০ রানে আউট হয়ে যান তিনি।

এরপর আরো দুটি উইকেটের দ্রুত পতন ঘটলেও ক্রিজে এখনো টিকে আছেন অর্ধশতক করা ফ্লেচার। তিনি ৭৮ রানে অপরাজিত আছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ ২০ ওভারে ২৩২ রান। 

সিলেট থান্ডার একাদশ: আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মোহাম্মদ মিথুন, আব্দুল মজিদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজি, মনির হোসেন, কৃষ্মার সান্তোকি, এবাদত হোসেন, নাভিন উল হক।

খুলনা টাইগার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুুুর রহিম সাইফ হাসান, শামসুর রহমান, রবি ফ্রাইলিংক, মেহেদি হাসান, শহিদুক ইসলাম, আমির, রবিউল হক।

Ads
Ads