খোলামেলা ফটোশুটে দিশা পাটানি, ভারতজুড়ে বিতর্ক!

  • ২১-Dec-২০১৯ ১১:৪৩ পূর্বাহ্ণ
Ads

:: বিনোদন ডেস্ক ::

নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে চলছে আন্দোলন, কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে দেশ। সেই ইস্যুতে সম্প্রতি আগুনে ঘি ঢেলে দেয়ার মত অবস্থা হয় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ।

জামিয়ার বিক্ষোভ নিয়ে ফারহান আখতার থেকে শুরু করে স্বরা ভস্কার কিংবা তপসি পান্নু, বলিউডও ভাগ হয়ে গিয়েছে। এসবের মধ্যে হঠাৎই জোর সমালোচনার মুখে পড়লেন দিশা পাটানি।

সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং শুরু করেন দিশা। যেখানে খোলামেলা টু পিসে দেখা যায় তাকে। দিশার ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় সমালোচনা।

ভারতের অনেকেই দিশা পাটানির ছবি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ কেউ আবার ছবির কমেন্ট বক্সেও লিখেছেন, যেখানে দেশ জ্বলছে, সেখানে সে কিভাবে ফটোশুট করে। নায়িকার ছবি দেখে অনেকে তাকে বিজেপির সমর্থকও বলেছেন। তাদের দাবি, এনআরসি এবং সিএএ থেকে নজর ঘোরাতেই দিশাকে দিয়ে ওই ধরনের ফটোশুট করানো হচ্ছে।

Ads
Ads