জেএসসির পাসের হার ৮৫.৮৩ শতাংশ

- ১২-জানুয়ারী-২০১৯ ০০:৫৮
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ইবতেদায়ি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের জেএসসির পাসের গড় হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ।
সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি ফলাফলের কিছু অংশ তুলে ধরেন।
জেএসসির ৯টি শিক্ষা বোর্ডে পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।