সোমালিয়া আত্মঘাতী গাড়ি হামলায় ৭ জন নিহত

  • ২২-Dec-২০১৯ ০৭:১৭ পূর্বাহ্ণ
Ads

:: আন্তর্জাতিক ডেস্ক ::

আফ্রিকার দেশ সোমালিয়া আত্মঘাতী গাড়ি হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দেশটির মুদুক অঞ্চলের গালকাইয়ো শহরে এই হামলা চালায় সন্ত্রাসীরা। তবে এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

সামরিক কর্মকর্তা মেজর আলী ওমর রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার, শহরের একটি হোটেলের সামনে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। গাড়িটির চালক হোটেল প্রাঙ্গণে ঢুকতে ব্যর্থ হয়ে তাকে বাধা দেওয়ার জন্য বাইরে পার্ক করে রাখা একটি সামরিক পিকআপে সজোরে ধাক্কা দিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। 

আলী ওমর জানান, এখনো পর্যন্ত এমন সাত জনের কথা জানাতে পেরেছি যারা মারা গেছেন, এদের অধিকংশই বেসামরিক, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য।

সোমালিয়ার ক্ষমতা দখল করে দেশটিতে কট্টর শরিয়া আইন চালু করতে চায় আল শাবাব। মুদুক অঞ্চলের কিছু অংশ এই জঙ্গী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে তারা হামলা চালিয়েছে কি না সে বিষয়ে কিছু জানায়নি।

Ads
Ads