চার্লসের অর্ধশতকে সিলেটের সংগ্রহ ১৭৪

  • ২৪-Dec-২০১৯ ০৯:২০ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে সিলেট থান্ডার। আগে ব্যাট করে ক্যারিবীয় তারকা জনসন চার্লসের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে সিলেট। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের প্রথম বলেই মাহেদী হাসানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার আন্দ্রে ফ্লেচার। তবে ওয়ানডাউনে নামা জনসন চার্লসের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় সিলেট। 

আরেক ওপেনার আবদুল মাজিদ ১০ বলে ৮ রান করে শহীদ আফ্রিদীর শিকারে পরিণত হন। এরপর দলকে লড়াইয়ে ফেরান জনসন চার্লস ও মোহাম্মদ মিথুন। 

৪৫ বলে ৭৩ রান করে সাদাব খানের বলে আসিফ আলীর হাতে ধরা পড়েন চার্লস। তার ইনিংসটি সাজানো ছিলো ৩টি চার ও ৭টি ছয়ের মারে। 

চার্লসের বিদায়ের পরপরই সাজঘরে ফেরেন অধিনায়ক মোসাদ্দেক (২)। তবে শেরফানে রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ অব্যাহত রাখেন মিথুন। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তোলে সিলেট। ৩১ বলে অপরাজিত ৪৯ রান করেন মিথুন। তার ইনিংসে ছিলো ১টি চার ও ৪টি ছয়ের মার। অপরপ্রান্তে ৩টি চার ও ২টি ছয়ের মারে ২৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। 

ঢাকার সফলতম বোলার শহীদ আফ্রিদী ২৬ রান খরচায় নেন ২ উইকেট। 

জয়ের জন্য ঢাকার দরকার ১৭৫ রান। আজকের ম্যাচে জয় পেলেই পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে যাবে মাশরাফীর ‍ঢাকা প্লাটুন। 

Ads
Ads