বিয়ের মাস না পেরোতেই যে সুখবর পেলেন সৃজিত-মিথিলা!

  • ২৫-Dec-২০১৯ ১২:০৬ অপরাহ্ন
Ads

:: বিনোদন ডেস্ক ::

বিয়ের পর থেকেই আলোচনায় সৃজিত-মিথিলা। নতুন করে ফের আলোচনায় এলেন সৃজিত। চলতি মাসের ৬ তারিখ বিয়ে করেছেন। বিয়ের এক মাস পার না হতেই পেলেন দারুণ সুখবর।

গত ২৩ ডিসেম্বর দিল্লিতে বসেছিল ভারতীয় সিনেমার ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। এ আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক যে ছিল রাজা’। পুরস্কার নিতে ওইদিনই দিল্লি পৌঁছে যান সৃজিত। সশরীরে মঞ্চে উপস্থিত হয়ে ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নেন তিনি।

‘এক যে ছিল রাজা’-র প্রধান চরিত্রে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার যিশু সেনগুপ্ত। তার বোনের চরিত্রে দেখা যায় বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানকে। জাতীয় পুরস্কার প্রাপ্তির পর এর পুরো কৃতিত্ব ছবির প্রধান চরিত্র যিশু সেনগুপ্ত ও মেকআপ আর্টিস্ট সোমনাথ কু’কে দেন পরিচালক সৃজিত মুখার্জি।

Ads
Ads