খুলনাকে হারাতেই হবে সিলেট থান্ডারের

- ২৭-Dec-২০১৯ ০২:৩৬ অপরাহ্ন
:: ক্রীড়া প্রতিবেদক ::
বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্বে শনিবার (২৮ ডিসেম্বর) ২৪তম ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা সিলেট থান্ডারের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট থান্ডার।
এর আগে চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে হারিয়েছিল মাশরাফীর ঢাকা প্লাটুন। সেদিন আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রান তোলে সিলেট। জবাবে ৯ বল আর ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছিল ঢাকা।
এদিকে বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্বে প্রথম দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট কার ঢাকা ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান তোলে। জবাবে ৯ বল আর ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় চট্টগ্রাম। এই জয়ে শেষ চারের পথে আরো একধাপ এগিয়ে গেলো ইমরুল কায়েসরা।