চট্টগ্রামে লরির ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

  • ২৮-Dec-২০১৯ ০৫:২৩ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই মেয়ে ও তাদের বাবা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে।

শনিবার সকালে উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইফুল। তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মরত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, ওই প্রাইভেটকারে করে একই পরিবারের পাঁচ সদস্য চট্টগ্রাম যাচ্ছিলেন। সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস এলাকায় প্রাইভেটকারটি পৌঁছালে একটি লরি ধাক্কা দেয়। এতে দুই মেয়েসহ ব্যাংক কর্মকর্তা সাইফুল নিহত হন। এ ঘটনায় সাইফুলের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Ads
Ads