ঢাকা সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী: উত্তরে তাবিথ, দক্ষিণে ইশরাক

- ২৮-Dec-২০১৯ ০১:২৩ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। উত্তর সিটি করপোরেশনে দলটি মনোনয়ন দিয়েছে তাবিথ আউয়ালকে। আর দক্ষিণে মনোনয়ন দিয়েছে ইশরাক হোসেনকে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপাসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা।
তাবিথ আউয়াল ২০১৫ সালের নির্বাচনে ঢাকা উত্তর থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তিনি।
আর ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। তিনি বিদেশ থেকে প্রকৌশলবিদ্যায় ডিগ্রি নিয়েছেন।
তরুণ প্রার্থী হিসেবে তাবিথ আউয়াল এবং ইশরাক হোসেন উভয়েই ভালো করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির একমাত্র মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইশরাক হোসেন। আর উত্তরে মনোনয়ন চেয়েছিলেন দলটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং তাবিথ আউয়াল। শেষ পর্যন্ত তাবিথকেই বেছে নেয় বিএনপি।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।