'যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি সবাই জানেন, ৯ মাসে একদিনও সময় নষ্ট করিনি'

  • ২৯-Dec-২০১৯ ০৯:২৭ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। মেয়র পদে মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সুন্দর ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান এ মেয়র।

আতিকুল ইসলাম বলেন, আমি বাই ইলেকশনে এসেছি। জনগণ ভোট দিয়েছে বলেই দল আবারও মনোনয়ন দিয়েছে। ৯ মাসে যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি সবাই জানেন। একদিনও সময় নষ্ট করিনি।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মেয়র প্রার্থী হিসেবে নাম আসার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের আতিকুল ইসলাম এসব কথা বলেন।

এদিকে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

এর আগে মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তরের আগামী নির্বাচনে সবার সহযোগিতা চাই। সবাই মিলে যেন ঢাকাকে গড়ে তুলতে পারি। চ্যালেঞ্জগুলো একসঙ্গে মোকাবিলা করতে হবে। দক্ষিণের মনোনয়ন পাওয়ায় তাপসকে ধন্যবাদ জানাই। আশা করি, সবাই মিলে সুন্দর ঢাকা উপহার দিতে পারবো।

এ সময় মেয়র পদে মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া ধন্যবাদ জানান, আওয়ামী লীগের লোকাল গভর্নমেন্টের মনোনয়ন বোর্ডের সব সদস্য ও অঙ্গসংগঠনকে। কৃতজ্ঞতা জানান জাতির জনকের প্রতিও।

দুই সিটি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

Ads
Ads