রংপুরের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় সিলেট

- ২৯-Dec-২০১৯ ০২:৩৬ অপরাহ্ন
:: ক্রীড়া প্রতিবেদক ::
বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্বে সোমবার (৩০ ডিসেম্বর) ২৫তম ম্যাচে সিলেট থান্ডারের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারের মুখোমুখি হবে রংপুর রেঞ্জারর্স। সাত ম্যাচে এক জয় ও ছয় পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে মোসাদ্দেক, মিঠুনের দল সিলেট। অন্যদিকে ছয় ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে রান রেটের হিসেবে সপ্তম স্থানে রয়েছে রংপুর রেঞ্জারর্স।
দু দলেরই লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়া। কাল দুপুর দেড়টায় শুরু হবে খেলাটি।