হেলিকপ্টার বিধ্বস্তে তাইওয়ানের সেনাপ্রধানসহ নিহত ৮

- ২-জানুয়ারী-২০২০ ১১:৩৯ পূর্বাহ্ণ
:: আন্তর্জাতিক ডেস্ক ::
রাজধানী তাইপের কাছে পাহাড়ি এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান শেন ই-মিং নিহত হয়েছেন৷
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট ১৩ জন আরোহী ছিলেন৷ চীনা নববর্ষের আগে সৈন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সেনাপ্রধান শেন উত্তরপূ্র্বের ইলান কাউন্ট্রিতে যাচ্ছিলেন৷ হেলিকপ্টার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করে৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি৷
তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেনাপ্রধানসহ অন্তত আট জন নিহত হওয়ার খবর জানিয়েছে৷
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ তাইপেতে এক সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর প্রধান শিয়াং হু-কাই বলেন, ‘‘তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে...দুর্ঘটনার কারণ আবহাওয়া নাকি যান্ত্রিক ত্রুটিতে তা তদন্ত করে দেখা হচ্ছে৷ হেলিকপ্টারটির অবস্থাও ভালো ছিল না৷''
১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধের শেষ পর্যায়ে চিয়াং কাই-শেকের জাতীয়তাবাদী সমর্থকরা মাও জে-ডং এর কমিউনিস্টদের কাছে পরাজিত হয়ে ‘মূলভূখণ্ড' চীন থেকে দ্বীপটিতে পালিয়ে যায়৷
তারপর থেকে তাইওয়ান স্বশাসিত হলেও চীন দ্বীপটিকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ মনে করে, যা আবার একদিন এক হবে৷ তাইওয়ান স্বাধীন হতে চাইলে বলপ্রয়োগ করতেও দ্বিধা করবে না বলে হুমকি দিয়ে রেখেছে চীন৷
তাইওয়ান জাতিসংঘের সদস্য নয়; অলিম্পিকে ‘চীনা তাইপে' নাম নিয়ে অংশগ্রহণ করে৷ বিশ্বের অধিকাংশ দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না৷