ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দফায় ৩টি ককটেল বিস্ফোরণ

  • ৫-জানুয়ারী-২০২০ ০৮:০৬ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবারও ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, দু’দফায় তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে দুটি ককটেল এবং অপরাজেয় বাংলার সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন লাল জ্যাকেট পরা লোক পরপর দুটি ককটেল এখান থেকে দ্রুত পালিয়ে যায়। এখানকার কয়েকজন দৌড়ে গিয়েও ধরতে পারেনি।

এর আগে গত ৩০ ডিসেম্বর ডাকসু ভবনের সামনে ৩টি এবং ওইদিন বিকেলে মধুর ক্যান্টিনের সামনে ১টি ককটেল বিস্ফোরিত হয়। মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়।

ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে সেসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেছিলেন, কোনো একটি পক্ষ ক্যাম্পাস অস্থিতিশীল করতে এমন কাজ করছে।

Ads
Ads