ফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত

- ৬-জানুয়ারী-২০২০ ০৫:১৪ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ফরিদপুর সদর উপজেলায় বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ডা. শরীফুল ইসলাম, তার মেয়ে তাবাসসুম, ভাগনি তানজিলা, শালিকা তাকিয়া আক্তার, বন্ধু এসআই ফারুক হোসেন, মাইক্রোচালক নাহিদ।
আহত রিমি আক্তার ডা. শরীফুল ইসলামের স্ত্রী। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোর যাচ্ছিল। মল্লিকপুরে বিপরীতমুখী মাইক্রোর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।
ওসি আর জানান, নিহত ছয়জন একই পরিবারের সদস্য। অতিরিক্ত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে।