জবিতে র‍্যাগিং এর দায়ে বহিষ্কার চার

  • ৬-জানুয়ারী-২০২০ ০৪:৩৫ অপরাহ্ন
Ads

:: জবি প্রতিনিধি ::

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবাগত এক শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের দায়ে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১২ তম ব্যাচের চার শিক্ষার্থী (অঙ্কন বাউল, সাব্বির আহম্মদ, আবু সুফিয়ান ও রাব্বী) বিশ্ববিদ্যালয়ের নবাগত এক শিক্ষার্থীর সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ ওঠে। তাদের এহেন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত চারজন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে। 

ঘটনার তদন্তের জন্য প্রক্টর ড. মোস্তফা কামালকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই জন সদস্য হলেন সহকারী প্রক্টর মো. জাফর ইকবাল ও শিল্পী রানী সাহা। আগামী দশ কার্যদিবসের মধ্যে উক্ত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বহিষ্কৃত দুই শিক্ষার্থী অংকন ও সুফিয়ান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন আমরা গতকাল(৫ জানুয়ারি) আমাদের ব্যাচের সকলে মিলে নতুন আগত ১৫ তম ব্যাচের সকলের সাথে পরিচিত হয়েছি, সেখানে তাদের সাথে অসৌজন্যমূলক কোন আচরণের ঘটনা ঘটেনি।

Ads
Ads