মানুষ এখন সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখে: প্রধানমন্ত্রী

- ৭-জানুয়ারী-২০২০ ০২:০০ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দশ বছর আগের বাংলাদেশ আজকের বাংলাদেশের মধ্যে অনেক ব্যবধান। মানুষ আজ সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখে। উন্নত জীবনে স্বপ্ন দেখে।
তিনি বলেন, পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ হবে আর সে সেতু দিয়ে মানুষ চলাচল করবে, এটা ছিল স্বপ্নের মতো। আমরা সে স্বপ্ন বাস্তবায়ন করছি। মেট্রোরেলের কাজ চলমান।
সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর এ ভাষণ রেডিও এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
তিনি বলেন, বছরের শেষ দিকে পেঁয়াজের দাম বৃদ্ধি ছাড়া অন্য সবকিছু স্বাভাবিক ছিল। অর্থনীতির শীর্ষ প্রবৃদ্ধি পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।
বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি। হাসপাতালে বাড়ানো হয়েছে সুযোগ-সুবিধা। নার্সের চাহিদা মেটাতে ২১ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। প্রতি জেলায় অন্তত একটি করে মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে।