ধানমন্ডিতে জাল টাকার কারখানা

  • ১০-জানুয়ারী-২০২০ ০৭:৫৩ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর ধানমন্ডি এলাকায় জাল টাকা তৈরির কারখানার খোঁজ পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। শুক্রবার সকাল থেকে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র‌্যাব।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কারখানা থেকে বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জালটাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযানের বিষয়ে মেজর শাহরিয়ার বলেন, অভিযানে আনুমানিক ৪/৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাছাড়াও নকল টাকা তৈরির নানা রকম সরঞ্জাম পাওয়া গেছে।

Ads
Ads