নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত ২৫ সেনা

  • ১০-জানুয়ারী-২০২০ ০৯:১৩ পূর্বাহ্ণ
Ads

:: আন্তর্জাতিক ডেস্ক ::

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ২৫ সৈন্য নিহত এবং আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার মালি সীমান্তের কাছে চিনাগোদরার এলাকার সেনাবাহিনীর একটি টহল চৌকিতে এ হামলা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ দায় স্বীকার না করলেও জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্দেহভাজনরা মোটর সাইকেল ও অন্যান্য যানবাহনে চেপে টহল চৌকির দিকে অগ্রসর হতে থাকলে সেনা ও বিমানবাহিনী প্রতিরোধ গড়ে তোলে। গোলাগুলিতে ৬৩ হামলাকারী নিহত হয়েছে বলেও সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে তারা।

গত মাসেও চিনাগোদরারের পশ্চিমে অন্য একটি টহল চৌকিতে জঙ্গি হামলায় ৭১ সেনা নিহত হয়েছিল।

Ads
Ads