ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বন্ধ

- ১৪-জানুয়ারী-২০২০ ০৪:৩১ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজও বিমান ওঠানামা বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর চারটা থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ। সকাল সাড়ে নয়টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। নামেনি বিদেশ থেকে আসা কোনো বিমান।
জানা যায়, রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে বিমান ওঠানামা করে। বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ভোর থেকে ১০০ মিটারে নেমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। শেখ খবর পাওয়া পর্যন্ত বিমান ওঠানামায় বিঘ্ন ঘটছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক বেনি মাধব বিশ্বাস বিমান ওঠানামা বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, কুয়াশার কারণে ভিজিবিলিটি শূন্য হওয়ায় বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। ভোর চারটা থেকে ভিজিবিলিটি একেবারে জিরো, এ অবস্থায় ওঠানামা করতে পারে না বিমান।
কুয়াশা কাটলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল আগের শিডিউল অনুযায়ী চলবে বলে জানান সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা।