'কোনো হিন্দুকে বিয়ে করিনি, আমার স্বামীকে কেউ হেয় করলে কষিয়ে চড় মারব'

- ১৪-জানুয়ারী-২০২০ ০৫:৪৯ পূর্বাহ্ণ
:: বিনোদন ডেস্ক ::
নানা নাটকীয়তার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। বিয়ের পর একাধিকবার আলোচনায় উঠে এসেছেন এই দম্পতি।
এদিকে গত ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম নতুন একটি টুইট করে আবারো আলোচনার জন্ম দিয়েছেন মিথিলা।
টুইটে এ অভিনেত্রী লিখেন, ‘আমি হিন্দু, ভারতীয় কিংবা চিত্রপরিচালককে বিয়ে করিনি। আমি বিয়ে করেছি একজন দয়ালু, বুদ্ধিদীপ্ত ব্যক্তিকে, আমি যার প্রেমে পড়েছি। আমি তার সমস্ত পরিচয় নিয়েই গর্বিত। কেউ আমার বিয়ে বা স্বামীকে হেয় করার চেষ্টা করলে তাকে কষিয়ে চড় মারব।’
এরপর থেকে অসংখ্য মন্তব্য পড়ছে এই টুইটে। কেউ কেউ মিথিলার পক্ষে মন্তব্য করছেন। অনেকে তার বিপক্ষেও কথা বলছেন। তবে মিথিলার এই টুইটে সৃজিত মজা করে লেখেন,'অনেক হয়েছে পাগলি, এবার কাঁদাবি নাকি?'
সম্প্রতি প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে এসেছিলেন সৃজিত মুখার্জি। শ্বশুরবাড়িতে এসে গরুর মাংস খাওয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।
এর আগেও সৃজিতকে নিয়ে একাধিক স্ট্যাটাস দিয়েছেন মিথিলা।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিতের মা ও দিদি, সৃজিতের টলিউডের পরিবার রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম ও পিয়া। এছাড়া মিথিলার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। রেজিস্ট্রি করে বিয়ে হলেও পরে বেশ বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
জানা গেছে, মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম।
তবে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের নাট্যনির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়।
এর আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।
I am not married to a Hindu or an Indian or a film-maker. I am married to a kind-hearted, intelligent person whom I fell in love with. And therefore, I am proud of all of his identities. Anybody trying to demean my marriage or my partner will get one tight slap! Period.
— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) January 12, 2020
Bas kar pagli, ab rulayegi kya?😋🤣🙈 https://t.co/3EFn11YHGb
— Srijit Mukherji (@srijitspeaketh) January 12, 2020