শাহজালালে বিমান চলাচল স্বাভাবিক

  • ১৪-জানুয়ারী-২০২০ ০৮:০৫ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

সাতঘণ্টা পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় অভ্যন্তরীণ আকাশপথে উড়োজাহাজ ওঠা নামা শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে ভোররাত ৪টা থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

জানা যায়, রানওয়েতে সাধারণত দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে বিমান ওঠানামা করে। বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ভোর থেকে ১০০ মিটারে নেমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক বেনি মাধব বিশ্বাস বলেন, কুয়াশার কারণে ভিজিবিলিটি শূন্য হওয়ায় ভোর ৪টা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ১১টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট চলাচল করছে বলেও জানান তিনি।

Ads
Ads