নির্বাচনে জয়ী হলে দিনরাত ২৪ ঘণ্টা আপনাদের জন্য কাজ করব: তাপস

- ১৪-জানুয়ারী-২০২০ ১১:৩৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আমরা জয়ী হতে পারলে বছরে ৩৬৫ দিন, সপ্তাহে সাত দিন, দিনরাত ২৪ ঘণ্টা, ২৪ ঘণ্টায় ৩৬০০ সেকেন্ডেই আপনাদের জন্য কাজ করবো।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় বড় মসজিদের চৌরাস্তা মোড়ে প্রচার সভায় তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, নগর ভবনের অভিভাবক হিসেবে আমাকে পাঠানো হলে এই নগরীকে সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে। ঢাকা আমাদের প্রাণের শহর। আসুন আমাদের ঢাকাকে আমরাই গড়ে তুলি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, উন্নত ঢাকা গড়ার জন্য নৌকা মার্কায় আমাকে ভোট দিন। অবহেলিত এই কামরাঙ্গীরচরকে উন্নত ঢাকায় পরিণত করবো। এখানকার রাস্তাঘাট, অলিগলি সবকিছুই উন্নত হবে।
আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিএনপির প্রার্থীদের করা অভিযোগ প্রসঙ্গে তাপস বলেন, আমরা কোনো আচরণবিধি লঙ্ঘন করছি না। আচরণবিধি মেনেই আমরা নির্বাচনী প্রচারণা চলাচ্ছি।
প্রচার সভা শেষে ৫৫, ৫৬ ও ৫৭নং ওয়ার্ডে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তাপস।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, আবুল হাসনাত, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।