নতুন পরিচয়ে ফারদিন 

  • ১৫-জানুয়ারী-২০২০ ০৪:৪০ অপরাহ্ন
Ads

:: বিনোদন রিপোর্ট ::

সংগীতে তরুন প্রতিভাবান, জনপ্রিয় সংগীত শিল্পী ফারদিন। একাধারে তিনি একজন সংগীত শিল্পী, অভিনেতা, সমাজসেবী এবং ক্রিড়া অনুরাগী। আসছে ১৮ই জানুয়ারী থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ-২০২০ শুরু হতে যাচ্ছে।

সিরাজগঞ্জ স্টেডিয়ামে এটির আয়োজন করা হচ্ছে। এটি মুলত বি পি এল আদলে জনপ্রিয়  জেলা ভিত্তিক টি টুয়েন্টি ক্রিকেট টুনামেন্ট। জেলা ভিত্তিক হলেও এইখানে  জাতীয় দলের ক্রিকেটারদের অংশ প্রহনের সুযোগ রয়েছে। এরি ধারাবাহিকতায় সিরাজগঞ্জ লায়ন্স ক্রিকেট টীম গতবারের রানাস আপ এই দলের প্রধান পৃষ্টপোষক হচ্ছেন সুকান্ত সেন, সঞ্জয় সাহা,হীরক গুনসহ সিরাজগঞ্জ সাংবাদিক মহল।

আগামী এক বছরের জন্য সিরাজগঞ্জ লায়ন্সের মিডিয়া চেয়ারম্যান হিসেবে মাসুম বিল্লাল ফারদিন দায়িত্ব পালন করবেন। এই ব্যাপারে ফারদিন বলেন, আমি একজন ক্রিকেট প্রেমী। আমি কয়েক বছর ধরেই বিভিন্ন দলের শুভে”ছাদুত হিসেবে কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমাকে সিরাজগঞ্জ লায়ন্সের মিডিয়া চেয়ারম্যান এর দায়িত্ব দেওয়া হয়েছে। আমি ফ্রাঞ্চাইসিস সদস্যদের কাছে কৃতজ্ঞ।

Ads
Ads