চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • ১৭-জানুয়ারী-২০২০ ০৬:২৭ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি ) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট সুলতান আহমদ কুসুমপুরী সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ চমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত ৫ জনের ভেতর ৩ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মহাসড়কের শান্তিরহাট সুলতান আহমদ কুসুমপুরী সংযোগ সড়ক এলাকা শ্যামলী পরিবহন ও পটিয়ার একটি লোকাল বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।

Ads
Ads