শিশু ধর্ষণকারীদের কেন মৃত্যুদণ্ড নয়: হাইকোর্ট

- ১৯-জানুয়ারী-২০২০ ১২:২৭ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
শিশু ধর্ষণকারীদের শাস্তি কেন মৃত্যুদণ্ড দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাবেয়া ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
রিট শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ‘ধর্ষণকারীদের ক্রসফায়ার দেয়ার বিষয়ে জাতীয় সংসদে যে আলোচনা করা হয়েছে, তা ঠিক হয়নি।’
পরে আইনজীবী আবদুল্লা আল মাহমুদ বাশার ব্রেকিংনিউজকে বলেন, ‘১৬ বছরের নিচের কোনও শিশুকে ধর্ষণ করলে ধর্ষককে কেন মৃত্যুদণ্ড দেয়া হবে না? এ ক্ষেত্রে আইন পরিবর্তনে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদালত।’
একই সঙ্গে ধর্ষণের ঘটনায় মৃত্যু হলে শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিধান কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ ছাড়া ধর্ষণ মামলার ক্ষেত্রে আলাদা আদালত গঠন করা এবং দ্রুত বিচার নিস্পত্তির বিধান নিশ্চিত করতে রুল জারি করছেন আদালত বলেও তিনি জানান।
উল্লেখ্য, আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দণ্ডের বিধান রয়েছে।