এবার যাকে বিয়ে করলেন প্রভা!

  • ২১-জানুয়ারী-২০২০ ০৫:৫০ পূর্বাহ্ণ
Ads

:: বিনোদন ডেস্ক ::

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা অনেক সমালোচনায় থাকলেও আলোচনায় এসেছেন নানা উল্লেখযোগ্য কাজ দিয়ে। সম্প্রতি ছোট পর্দার আরেক অভিনেতা ইন্তেখাব দিনারের সঙ্গে প্রভার একটি ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রভাকে কি বিয়ে করেছেন ইন্তেখাব দিনার?

জানা যায় ছবিটি আসলে ‘পরের মেয়ে’ শিরোনামের ধারাবাহিক নাটকের একটি দৃশ্য। যেখানে এমন চরিত্রে দেখা যাবে তাদের। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। নাটকটি নিয়ে নির্মাতা হাবিব শাকিল বলেন, পারিবারিক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। সংসারে নানা টানাপোড়েনের গল্প নিয়ে নাটকটির গল্প সাজিয়েছি। ইন্তেখাব দিনার-প্রভা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, গোলাম কিবরিয়া তানভীর, ইলোরা গওহর, টয়া, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, হিন্দোল রায় প্রমুখ।

Ads
Ads