ইসমত আরা সাদেকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

- ২১-জানুয়ারী-২০২০ ০৭:২৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক শোকবাণীতে প্রধানমন্ত্রী তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী আজ বিকাল ৪টায় সংসদ ভবনের সাউথ প্লাজায় ইসমত আরা সাদেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
মঙ্গলবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমত আরা সাদেক।
তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১২ জানুয়ারি ২০১৪ তারিখে নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরবর্তী সময়ে ১৫ জানুয়ারি ২০১৪ তারিখে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিসভায় স্থান পাননি।