তাসনিয়া ফারিনের নীল

  • ২২-জানুয়ারী-২০২০ ০১:৫৩ অপরাহ্ন
Ads

:: বিনোদন রিপোর্ট ::

টিভি নাটক ও ইউটিউব কনটেন্টে বেশ ব্যস্ত সময় পার করছেন তাসনিয়া ফারিন। তারই ধারাবাহিকতায় আগামীকাল লয়েল ভিশন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসছে তার অভিনীত ‘নীল’ শিরোনামের একটি নাটক। লয়েল ভিশন এন্টারটেইনমেন্ট এর কর্ণধার ফজলুল করিম লিটন  নাটকটি নিয়ে ভিশন আশাবাদী বলে জানান।

এটি গতানুগতিক একটি গল্পের বাইরের নাটক বলে জানান  ফারিন। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও মুশফিক আর ফারহান। নাটকটি প্রযোজনায় রয়েছেন জসিম উদ্দীন মন। সাদাত রাসেলের রচনায় এটি পরিচালনা করেছেন শাহ মো: রাকিব।

Ads
Ads