পর্দা উঠলো ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের

- ২৫-জানুয়ারী-২০২০ ০২:৪০ অপরাহ্ন
:: বিনোদন ডেস্ক ::
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনাতয়নে শুক্রবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ এর ১৩তম আসর। এই আসর ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ।
বাংলাদেশ থেকে এবার ১২৯টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্য থেকে ৫৩টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য প্রাথমিক যাচাই পর্ব থেকে মনোনীত হয়। বাংলাদেশি নির্মাতাদের মোট ৫০টি সিনেমা উৎসবের তিনটি বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ।
বাংলাদেশের নতুন নির্মাতাদের মাঝে আবু সাঈদ রাব্বি পরিচালিত “স্নেহা” চলচ্চিত্রটি “ইয়াং বাংলাদেশী ফিল্মমেকার সেকশন”এ প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। আগামী ২৮ জানুয়ারি দুপুর ৩ টায় জাতীয় যাদুঘর এর সুফিয়া কামাল অডিটেরিয়ামে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে । চলচ্চিত্রটি পরিচালনা করেছে আবু সাঈদ রাব্বি আর চিত্রনাট্য করেছে শারিয়ার ওয়াহিদ। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে শিশু শিল্পি অরিয়া অরিত্রা।