সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

  • ২৫-জানুয়ারী-২০২০ ০৭:১৩ অপরাহ্ন
Ads

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা দুয়ারপাল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি সন্দিপ কুমার ও কামাল হোসনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার রাত ৯টায় উপজেলার সীমান্তের নিলমারী বীল ২৩১ (১০) এস পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে লাশ দুটি হস্তান্তর করে তারা। 

ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) পক্ষে বিএসএফ-১৫৯-এর কোম্পানী কমান্ডার জসি হর্ষি আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম। 

এসময় বিজিবি-১৬ নিতপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী ও হাঁপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোকলেসুর রহমান, পোরশা থানার ওসি শাহিনুর রহমান, তদন্ত কর্মকর্তা নিরেন চন্দ্র উপস্থিত ছিলেন।
বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
উল্লেখ্য, গত বুধবার রাতে সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন দুই বাংলাদেশি সন্দিপ কুমার ও কামাল হোসন। তারা হলেন- উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ কুমার ও বিষ্ণপুর কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন।

Ads
Ads