জবি শিক্ষক সমিতির নির্বাচনঃ সকল প্রার্থীই আওয়ামীপন্থি, নেই সাদা দল

- ২৬-জানুয়ারী-২০২০ ০৪:০৪ অপরাহ্ন
:: জবি প্রতিনিধি ::
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারী। নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা তবে এবারের নির্বাচনের সকল প্রার্থীই আওয়ামীপন্থি। বরাবরের মতো এবারও ক্ষমতাসীন দলের শিক্ষকরা দুটি প্যানেল দিয়েছেন। গত কয়েকবছরের মতো এবারের নির্বাচনেও অংশ নিচ্ছেন না বিএনপি-জামাতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা-দল।
প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মনিরুজ্জামান খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রত্যেক পদে দুই জন করে অংশগ্রহণ করলেও সভাপতি পদে তিন জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। এবারের নির্বাচনে কোনো প্যানেল ছাড়াই সভাপতি পদে অংশগ্রহণ করছেন ‘জয় বাংলা শিক্ষক সমাজে’র আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। এদিকে ক্ষমতাসীন নীল দলের দুই প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ এবং একাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর।
এবার নির্বাচনে ছয়টি পদে মোট ৩১ জন শিক্ষক লড়াই করছেন। এদের মধ্যে থেকে ১৫ জন নির্বাচিত হবেন। সদস্যপদে ১০ জন ও বাকি পাঁচ পদে এক জন করে নির্বাচিত হবেন। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহসভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে দুই জন এবং সদস্য পদে ২০ জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবারের নির্বাচনে মোট ৬৭৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নীল দলের (একাংশের) সভাপতি ড. কাজী সাইফুদ্দিন বলেন, ‘প্রথমত নীল দল একটাই ছিল, সেটা এখন দুইভাগ। নীল দলে বিএনপি-জামায়াতের লোক ও ঢুকে গেছে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৯৫ শতাংশ শিক্ষক একটি সংগঠনের সদস্য, এতেই বোঝা যায় এখানে কী হারে অনুপ্রবেশ ঘটেছে।
নীল দলের (অপরানংশ) সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া বলেন, ‘আগে থেকেই নীলদলের দুটি প্যানেল হয়ে আসছে। এবার দুটি প্যানেল হাসি মুখেই প্রচারণা করছে। প্রতিবছর কেউ না কেউ কারো বিরুদ্ধে লেগে যায় এবার তেমনটা দেখা যায় নি। আমরা শান্তি পূর্ণ সহাবস্থান বজায় রেখেই কাজ করে যাচ্ছি।
অপরদিকে প্যানেল ছাড়াই সভাপতি পদে লড়ছেন ‘জয় বাংলা শিক্ষক সমাজে’র আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, তিনি বলেন, ‘আমরা জয় বাংলা শিক্ষক সমাজ নামে শিক্ষক সমাজ গঠন করেছি এখানে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, এখানে অন্য মতাদর্শের শিক্ষক নেই। আগামীবছর জয় বাংলা শিক্ষক সমাজের পক্ষ থেকে পুরো প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করব’।