রাজধানীতে ওয়াসার গাড়িচাপায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

  • ২৭-জানুয়ারী-২০২০ ০৮:৪০ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানী ওয়ারীর বলধা গার্ডেনের পাশে ওয়াসার পিকআপ ভ্যানের চাপায় আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত আবির ওয়ারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করত। ২০২০ সালে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। এ ঘটনায় ওয়ারীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বলধা গার্ডেনের পাশে ওয়াসার গলিতে ঢাকা ওয়াসার পানির গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যায় আবির। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ছেলেটির বাসা জয়কালী মন্দির এলাকায়। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই ঘটনায় ওয়াসার পানির গাড়িটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

নিহত আবিরের সহপাঠী রাসেল জানান, সে ওয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আজকের তাদের ফেয়ারওয়েল ছিল। অনুষ্ঠানে অংশ নিতে সকল বিভাগের এসএসসি পরীক্ষার্থীরা স্কুলে এসেছিল। স্কুলের সামনের সড়ক ওয়ারী স্ট্রিটে ওয়াসার গাড়ি আবিরকে চাপা দেয়। গাড়িটি বেপরোয়া গতিতে ছিল।

জানা গেছে, নিহত আবিরের মা কয়েক মাস আগে মারা যায়। তারা দুই ভাই ছিল। বড় ভাই পানিতে ডুবে মারা যায়। আবির তার বাবা আনিসুর রহমানের সঙ্গে ওয়ারীতে থাকত।

Ads
Ads