মার্কিন নৌবন্দরে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

- ২৮-জানুয়ারী-২০২০ ০৬:২৫ পূর্বাহ্ণ
:: আন্তর্জাতিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে একটি নৌবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮জন নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৫টি নৌযানবাহন ক্ষতিগ্রস্ত হেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আগুনে স্থানীয় টেনেসি নদীতে ভাসমান বেশ কয়েকটি নৌযানবাহন পুড়ে গেছে। এসব নৌযানবাহনে অনেকেই ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।
স্কটবোরো শহরের জ্যাকসনপল্লীতে ওই নৌবন্দরে আগুনে কাঠের তৈরি পোতাশ্রয়ে অ্যালোমিনিয়ামের ডেকটি নদীতে ধসে পড়ে।
এক প্রত্যক্ষদর্শী জানান, হয়তো কোনো নৌযানবাহনে জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এ সময় বেশ কিছু নৌকা ডুবে যায়। অনেকেই আতঙ্কে নদীতে ঝাঁপ দেন। এদের মধ্যে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: বিবিসি।