ঝিনাইদহে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

- ৩১-জানুয়ারী-২০২০ ১০:৪৮ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিয়ের বরযাত্রীবাহী মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জাগুসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত তিন মোটরসাইকেল আরোহী একটি বরযাত্রীর সঙ্গে যাচ্ছিলেন।
মহেশপুর থানান ওসি মোর্শেদ হোসেন খান জানান, নাটিমা এলাকা থেকে বরযাত্রীবাহী একটি মোটরসাইকেল দ্রুতগতিতে মহেশপুর শহরের দিকে যাচ্ছিল। পথে জাগুসা গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া জানা যায়নি। বে স্থানীয়রা একজনের পরিচয় নিশ্চিত করেছেন। তার নাম সাব্বির (১৮)। তিনি কালিপুরের বাসিন্দা।
বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি মোর্শেদ হোসেন।